Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিন্দুমুখী / তোফায়েল তফাজ্জল

নাড়া  দিয়েসাড়া দিয়ে কথার যে ফুল ফুটিয়েছো                          
তা কেবল আমাকেই দিও
অন্যের ইশারা না দেখার ভানে ওড়নায় লুকিও,
যে ফুলে বসবার অধিকার পাবে শুধু
আমার ইচ্ছের  মৌ পাগল প্রবণতা

নদীজল যেভাবে আদর করে কূলের মাটিকে
বিস্তৃত সবুজ দিয়ে দূর করে চোখের পিপাসা,
পূর্ণিমায়অমারাতে ঠেলে বেড়ে গেলে
বয়সের উঠতি বেগ
অনুকূল আবেশে সুসিক্ত দু'বাহু বাড়িয়ে বোঝে
উর্ব ক্ষেতের গভীরতা
সেভাবে কি জেগে উঠে হবে না অভিন্ন বিন্দুমুখী   
লুকিয়ে লতিয়ে  উঠতে থাকা
চানকার চাতুর্যে ?

চলো, পুষ্টিজ্ঞানে সচেতন হই সবজি মৌসুমেই


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.