বালিশ / বনানী সমাদ্দার
আলতো স্পর্শেই নিশ্চিন্তের অনুভূতি ।
কেরাটিনের বন ভেদ করে,
নিমিষেই সে বার্তা পৌঁছায় -
মেনিনজেস পেরিয়ে নিউরোগ্লিয়ায় ।
লেপন করে মোহময় আরামের প্রলেপ
বিনিদ্র চোখের পাতায় পাতায় ।
তুলোর রাশি রাশি অঙ্গুলি নিয়ে চলে
সুদূর অথচ অতি অন্তরঙ্গ -
স্রোতহীন, কুয়াশাময় শান্তির প্রাসাদে ।
মুহূর্তেই উবে যায় জাগতিক কষ্ট,ক্লান্তি ,
অবসাদ, সেই অলৌকিক মায়ায় ।
শুরু হয় কল্পনার ঐন্দ্রজালিক বিন্যাসের বুনন
চেনা নৈমিত্তিক ভিড় থেকে স্বপ্নলোকে যাত্রা ।
কেরাটিনের বন ভেদ করে,
নিমিষেই সে বার্তা পৌঁছায় -
মেনিনজেস পেরিয়ে নিউরোগ্লিয়ায় ।
লেপন করে মোহময় আরামের প্রলেপ
বিনিদ্র চোখের পাতায় পাতায় ।
তুলোর রাশি রাশি অঙ্গুলি নিয়ে চলে
সুদূর অথচ অতি অন্তরঙ্গ -
স্রোতহীন, কুয়াশাময় শান্তির প্রাসাদে ।
মুহূর্তেই উবে যায় জাগতিক কষ্ট,ক্লান্তি ,
অবসাদ, সেই অলৌকিক মায়ায় ।
শুরু হয় কল্পনার ঐন্দ্রজালিক বিন্যাসের বুনন
চেনা নৈমিত্তিক ভিড় থেকে স্বপ্নলোকে যাত্রা ।
কোন মন্তব্য নেই