Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

একটাই ঘর / পবিত্র আচার্য্য

একটা বিন্দুকে টানাটানি করে...ফুলিয়ে ফাঁপিয়ে
তাল বানাতে চাইলাম
স্কেচিং করলাম সাড়ে অষ্টাশি ডিগ্রী
আরও নিশ্চিত করতে কোলকাতার আকাশ টানলাম
দাঁড় করালাম শেক্সস্পীয়র সরণী...
দেখছি ঘাম ঝরছে টুপটাপ...ঘর খোঁজা...মানুষ
আমার পৃথিবীতে পেলাম না

সাজানোর চেষ্টা করি... আধপাগল কবির মত
আলো তে এলেই আয়নার চোখে কতগুলো ভুলচুক
সেই শুরু থেকে ঠিক করতে হবে...সিস্টেমের জরায়ুতে
বেড়ে ওঠা প্রথম বিকৃতি-ভ্রূণ
আরও পিছনে হেঁটে উপড়ে ফেলতে চাই অসৎ-জিন
ভুলনামের সোলার সিস্টেম

আবার ভাবি!
একে-অপরের
মাধ্যাকর্ষ তো আছে...তাই থমকে যাই
গাছের ছায়ার কথা ভেবে...বিষ টেনে নিচ্ছে প্রতিনিয়ত নিঃস্বার্থ
আমি সবাই কে গাছ হতে বলি...আনন্দে দুলতে বলি..
আশ্রয় দিতে বলি ছাদ-হীন নিরাশ্রয়ই
নিজের মানচিত্রে একটা শত্রু-হীন বাস্তুতন্ত্রের কথা ভাবি
একটা পাপ-হীন কোলকাতা
একটা বীর-মৃত্যু শহীদমিনার...
ছিট-ছিট বিন্দু বিন্দু ডালহৌসি মিলে...কোলকাতা
একটা কোরাস গান...একটা ঐতিহ্য...একটাই ঘর।।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.