Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সব শেষ হয় / আকাশ মির্জা

হে সময়, আমাকে নিয়ে চল
সেই অনন্ত কাফনের ঘ্রাণসীমানায়
অজস্র লুকানো রক্ত যেখানেসাদায় মিশে লাল
আমাকে নিয়ে চল
সেই ধূসর আঙিনায়

আজ অসংখ্য তারার খেলায়
হেরে গেছে প্রার্থনা যত সবআমার
করুণ মূর্তি নিয়ে রাতপথে যাযাবর
এখনও অনেক পথশিলা, নুড়ি, কাঁকর
এখনও অনেক পথ রক্তে রাঙা পায়
হৃদয়ের উপবাসমরমে ব্যথা,
দীর্ঘশ্বাস...

একদিন চলে যেতে হয়যাওয়ারই কথা থাকে
তাই ওরা সব চলে গেছে
সাদা শাল-মুড়ি দিয়ে চৌরাস্তায়
হরিবোল অথবা এলাহি সুরের ধারায়
শেষ হয়
একদিন সব শেষ হয়...


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.