সব শেষ হয় / আকাশ মির্জা
হে সময়, আমাকে নিয়ে চল
সেই অনন্ত কাফনের ঘ্রাণ— সীমানায়
অজস্র লুকানো রক্ত যেখানে— সাদায় মিশে লাল
আমাকে নিয়ে চল
সেই ধূসর আঙিনায় ।
আজ অসংখ্য তারার খেলায়
হেরে গেছে প্রার্থনা যত সব— আমার ।
করুণ মূর্তি নিয়ে রাতপথে যাযাবর
এখনও অনেক পথ— শিলা, নুড়ি, কাঁকর ।
এখনও অনেক পথ রক্তে রাঙা পায়
হৃদয়ের উপবাস— মরমে ব্যথা,
দীর্ঘশ্বাস...
একদিন চলে যেতে হয়— যাওয়ারই কথা থাকে
তাই ওরা সব চলে গেছে
সাদা শাল-মুড়ি দিয়ে চৌরাস্তায় ।
হরিবোল অথবা এলাহি সুরের ধারায়
শেষ হয়
একদিন সব শেষ হয়...
সেই অনন্ত কাফনের ঘ্রাণ— সীমানায়
অজস্র লুকানো রক্ত যেখানে— সাদায় মিশে লাল
আমাকে নিয়ে চল
সেই ধূসর আঙিনায় ।
আজ অসংখ্য তারার খেলায়
হেরে গেছে প্রার্থনা যত সব— আমার ।
করুণ মূর্তি নিয়ে রাতপথে যাযাবর
এখনও অনেক পথ— শিলা, নুড়ি, কাঁকর ।
এখনও অনেক পথ রক্তে রাঙা পায়
হৃদয়ের উপবাস— মরমে ব্যথা,
দীর্ঘশ্বাস...
একদিন চলে যেতে হয়— যাওয়ারই কথা থাকে
তাই ওরা সব চলে গেছে
সাদা শাল-মুড়ি দিয়ে চৌরাস্তায় ।
হরিবোল অথবা এলাহি সুরের ধারায়
শেষ হয়
একদিন সব শেষ হয়...
কোন মন্তব্য নেই