দু'য়ের ইচ্ছে / তোফায়েল তফাজ্জল
লতাপাতা ঘেরা অপেক্ষার ডালে ইচ্ছের পাখিটি
লুকিয়ে লুকিয়ে গান বাঁধে,
ইতিউতি করে নিকুঞ্জের আলোবাহী ফাঁক ছুঁয়ে ছুঁয়ে
তুলে ধরে হৃদয় উদ্বেল পরিস্থিতি,
ফুলের অক্ষরে ছড়ায় সুরের সম্মোহনী কথা।
সঙ্গীতের কলি এদিক ওদিক ঘুরে
বহতা রঙিন সাড়া খোঁজে
দুপুরের রোদ তখন তন্দ্রায় ঢলে পড়তে থাকা
গাছের চিকন শাখায় শাখায় রূপসী-ডিগবাজি খেয়ে চলে,
ক্লান্তিবোধ তাড়া খেয়ে জাগে বিপরীত গায়ে গা'র বাতাস পেয়েই।
চুম্বকের ধর্মে উপজীব্য তখন দু'য়ের ইচ্ছে,
পরস্পর শিউরে ওঠে ঢেউয়ে ঢেউয়ে উষ্ণ অভিঘাতে,
তীর ছেড়ে সাজ সাজ রবে স্রোত ছোটে
ফেঁপেফুলে ওঠা নোনাজলে, একাকার।
লুকিয়ে লুকিয়ে গান বাঁধে,
ইতিউতি করে নিকুঞ্জের আলোবাহী ফাঁক ছুঁয়ে ছুঁয়ে
তুলে ধরে হৃদয় উদ্বেল পরিস্থিতি,
ফুলের অক্ষরে ছড়ায় সুরের সম্মোহনী কথা।
সঙ্গীতের কলি এদিক ওদিক ঘুরে
বহতা রঙিন সাড়া খোঁজে
দুপুরের রোদ তখন তন্দ্রায় ঢলে পড়তে থাকা
গাছের চিকন শাখায় শাখায় রূপসী-ডিগবাজি খেয়ে চলে,
ক্লান্তিবোধ তাড়া খেয়ে জাগে বিপরীত গায়ে গা'র বাতাস পেয়েই।
চুম্বকের ধর্মে উপজীব্য তখন দু'য়ের ইচ্ছে,
পরস্পর শিউরে ওঠে ঢেউয়ে ঢেউয়ে উষ্ণ অভিঘাতে,
তীর ছেড়ে সাজ সাজ রবে স্রোত ছোটে
ফেঁপেফুলে ওঠা নোনাজলে, একাকার।
কোন মন্তব্য নেই