Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আমাকে দত্তক নাও / দন্ত্যন ইসলাম

ফণা তোলে বিষধর মন
শূন্য খাঁচার অলিন্দে,
পুলকে বলে বিছিয়ে দিলাম
মলিন নিয়ে অমলিন দে

গভীরে নিতে চাও না তুমি
বিশ্বাস বিশ্বাস খেলায়,
প্রবেশ করে পাগল দত্তক
নিঃশ্বাসে নিঃশ্বাসে মেলায়

বিষধর কিন্তু! ভেবে লও নিপুণ
হবে না সাগর ফেনা,
দূরে ওপারে খেলছ বলে
তুমি হবে অচেনা?

আমাকে দত্তক নাও পাগল পাখি,
দত্তকে মিলবে যুক্তির মুক্তি আঁখি


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.