কাঁচা কলম
শুরু হচ্ছে ফেরারি ব্লগ এর নতুন বিভাগ
“
কাঁচা কলম”
এই বিভাগে যে কোনো সাম্প্রতিক বিষয় নিয়ে
আপনার লেখা / প্রতিবেদন / প্রবন্ধ
পাঠিয়ে দিন ferarifacebook@ gmail.com এ। অভ্র তে টাইপ করে
ইমেল সাবজেক্ট লিখুন “ কাঁচা কলম”।
পাঠিয়ে দিন ferarifacebook@ gmail.com এ। অভ্র তে টাইপ করে
ইমেল সাবজেক্ট লিখুন “ কাঁচা কলম”।
কেন নাম
হল কাঁচা কলম? আবার সেই একই কথা বলব।
প্রতিষ্ঠিত
লেখকদের ভিড়ে সম্ভাবনাময় লেখক লেখিকাদের তুলে ধরতে যেভাবে লিটিল ম্যাগাজিন কিম্বা
বহুল প্রচলিত পত্রিকাগুলি হিমসিম খাচ্ছে তাতে বর্তমান তথ্যপ্রযুক্তি অনেকটাই আশা
জুগিয়েছে ।মূলত
নতুন লেখদের একটা যায়গা দিতেই ফেরারির এই উদ্যোগ। তাদের উৎসাহ যোগাতে লিখবেন সাম্প্রতিক
কালের প্রতিষ্ঠিত লেখক লেখিকাও। এভাবেই খুলে যাবে বাংলাসাহিত্য চর্চার এক নতুন দিগন্ত। প্রবীণ থেকে
নবীনে বয়ে যাবে বাংলা সাহিত্যের ধারা। মননশীল পাঠকের সুচিন্তিত মতামত ও প্রতিষ্ঠিত লেখকের অনুপ্রেরণা
নবীন লেখক লেখিকাকে সাহায্য করবে আগামী দিনের বাংলা সাহিত্যের ধারক ও বাহক হয়ে
উঠতে।
সম্পাদক
ফেরারি
সন্দেহ হলো আগাছার মত। অল্পতেই দূর করতে না পারলে তা আপনার সুন্দর বাগানকে জঙ্গল বানিয়ে ফেলবে
উত্তরমুছুনএত তাড়াতাড়ি হতাশ হবেন না। অপেক্ষা করুন। উপযুক্ত লেখাই বিবেচিত হবে।
উত্তরমুছুন