খেয়াঘাট / মাহমুদ নজির
গঙ্গা
পার হবো তাই দাঁড়িয়ে আছি নির্জন
ঘাটে।
অথচ, শিখিনি গঙ্গা সাধন!
কূলকিনারাহীন থৈ থৈ জল কেমন করে যাই ওপারে।
অবিরাম ঢেউ লেগে নড়ে ওঠে বুকের ভিতর
থরথর কাঁপে মনোভূমি। সাধুর সঙ্গ চাই
বাবু মশাই কে আছে এমন দরদী
যে আমাকে নিয়ে যাবে পার করে।
কতদিন হল এ ঘাটে আমি একা
পার হবো ভাবি প্রতিদিন
ভুলে কানাকড়িও নেই হাতে।
জগদীশ বাবুর ছোট্ট খেয়াটি
সেও ভেসে গেছে প্রবল স্রোতে।
আছি তবু প্রতীক্ষায়, পাই যদি
সাধুর দর্শন পার হবো প্রেমের নায়ে।
কূলকিনারাহীন থৈ থৈ জল কেমন করে যাই ওপারে।
অবিরাম ঢেউ লেগে নড়ে ওঠে বুকের ভিতর
থরথর কাঁপে মনোভূমি। সাধুর সঙ্গ চাই
বাবু মশাই কে আছে এমন দরদী
যে আমাকে নিয়ে যাবে পার করে।
কতদিন হল এ ঘাটে আমি একা
পার হবো ভাবি প্রতিদিন
ভুলে কানাকড়িও নেই হাতে।
জগদীশ বাবুর ছোট্ট খেয়াটি
সেও ভেসে গেছে প্রবল স্রোতে।
আছি তবু প্রতীক্ষায়, পাই যদি
সাধুর দর্শন পার হবো প্রেমের নায়ে।
কোন মন্তব্য নেই