Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

পরিবর্তিত তুমি / মধুসূদন রায়

কোটি কোটি আলফা বিটা গামার মাঝে 
খুঁজে চলেছি তোমাকে
কেটে গেছে আঠারটা ভ্যালেন্টাইন 
জল দেওয়া সব গোলাপ জরায়ুর মধ্যেই শুকিয়ে গেছে 

দূর থেকে তোমার ঠোঁট দেখেছি
ওখানে আটকে নিউটনের মহাকর্ষ সূত্র
এখানে পরিবর্তনের ঝড়ে চলেছে প্রেমের কেমোথেরাপি 
ফ্যালোপিয়ান নালীর গর্জনে গর্জনে
বাইনারি কম্পোজিশানও
মুখ তুলে তাকায়
ওখানে ডিম্বাণুদের উদ্দাম নৃত্য 
কত ঘুমহীন কল্পনায় তোমার বে আব্রু শরীর আমায় স্পর্শ করে নির্ভেজাল,জানি না আরও 
কত আলোকবর্ষ অপেক্ষা -

শুনতে পাচ্ছ কী ম্যানহোলের ভিতর চিৎকার
জরায়ুর মৃত গোলাপরা আজও
তোমার জন্য অপেক্ষায়, ওখানে শুক্রাণুর ভিড়ে আটকে গেছ কী ?

1 টি মন্তব্য:

  1. তুমি না এলে-
    ............প্রবীর চট্টোপাধ্যায়।
    ফাগুন বিগত হলেও
    কোকিল এখনও ডাকে
    মিতা, তুমি না এলে শাখে
    আমার শব্দের কলিরা যে-
    আজও কেউ ফোটেনা !
    আকাশ ঝরাচ্ছে আগুন
    তুমি ছড়াচ্ছো গরম হাওয়া
    চেয়ে দেখ চতুর্দিকে মাটির বুকে
    ক্ষোভ-বঞ্চনার ফুটছে লাভা
    তপ্ত দুপুরে পলাশের দিকে তাকাও......
    জ্বালামুখ ফাটার আগে
    আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে
    বিজয়ীর চুম্বন টীকা দিও
    ধারালো কলম রেখো রেকাবিতে
    আমার হাতে তুলে দিতে ।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.