Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বকমামা / ছন্দদীপ বেরা

বকমামা বকমামা সাদা ডানা মেলে তুমি                                      
কোথা থেকে কোথা যাও উড়ে
তোমাকে দেখি না আর আমাদের এ তল্লাটে
তোমার পুকুর ধারে এক পা এক পা করে
তীক্ষ্ণ দৃষ্টি মেলে কাকে যেন খুঁজে ফেরা
খুঁটে খুঁটে খাওয়া ছোট ছোট মাছ ,
ধান কাটা হয়ে যাওয়া বিলের ধারে
টিপ টিপে বৃষ্টিতে চুপ করে বসে থাকা ,
আর মানুষের আসার শব্দ পেয়ে
হঠাৎ ঝাঁক বেঁধে
মা বকলে আমার মনের উড়ে যাওয়ার মত
তোমাকে আর দেখি না
দূরে দূরে কোথা বিল , কোথা বা পুকুর জলা
কোথা বা তোমার জন্য নিরিবিলি বসা
সব আমাদের ছোট্ট বৈঠকখানার মত বন্দী হয়ে গেছে ;
মাঠ ঘাট ঘাসবন ছোট ছোট মাছ আর বকমামা


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.