জীবজ / সুব্রত মুখোপাধ্যায়
স্বপ্ন অসম্পূর্ণÞ থেকে যায় ...
তাই সে বার-বার আসে ঘুরে,
প্রতিবার এসে পাড় ভেঙে দিয়ে যায় ...
ভাটার টানে বাঁধে ঘর নতুন সুরে ।
প্রভাতি রশ্মির ছেঁকায় নড়ে ওঠে পলক -
কুরুক্ষেত্র পুনরায় প্রস্তুত রণভেরীর ডাকে !
নবরত্ন কলহে ব্যস্ত, মই-সাপের খেলায় ...
অকারণের অনুসন্ধানে, মস্ত চাবুক হাঁকে !
ফুটে ওঠা দাগেরা চায় অন্যায় ক্ষমা ,
চায় দখল-মুক্ত স্মৃতিপথের দুই ধার ...
সোঁটার আগায়, গাঁঠে বাঁধা বাসনা –
বিবাগী বিলীন কোনও তীরে, গঙ্গা-পদ্মার ।
...অলক্ষ্যে বৃদ্ধি পেয়ে থাকে একটি ধূলি কণা !!
কোন মন্তব্য নেই