Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

খোলা দরজা / দীপঙ্কর বেরা

বহুক্ষণ অপেক্ষা করার পর                                                           
তোমার জন্য দরজা খুলে গেল 
তুমি ধীর পায়ে ঢুকলে 
দেখলে তোমার জন্য আর কিছু অবশিষ্ট নেই  
হা-ঘরের বিচ্ছু ছেলের মত 
সব কিছু তত্ত্ব গোগ্রাসে গিলে 
চুপ করে হজম চোখে সে তাকিয়ে আছে ; 
তোমার জন্য সে কিছুই রাখে নি  

এই কিছু নেই থেকে 
তোমাকে তোমার সৃষ্টি আবিষ্কার করতে হবে 
তোমার পুনর্বিন্যাসের বর্তমান গড়ে তুলতে হবে  
দরজা খুলে গেছে 
এটুকুই কি যথেষ্ট নয় ? 
আর প্রশ্ন করো না 
লেগে যাও কাজে  
এই কাজ থেকে স্বপ্ন 
স্বপ্ন থেকে আরোহণ 
আরোহণ থেকে তুমি মানুষ ; 
থেকে যাবে শুধু এটুকুই পরিচয় ।। 




1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.