সে ছিল.. / চিরদীপ সরকার
কাঁটা তার তাচ্ছিল্য করে চুম্বন করেছে সে
বিভাজিত আকাশ
তুষার হয়ে ঢেকেছে উষ্ণ শোণিত বাষ্প
অমর ক্ষত যন্ত্রণার পোস্টমর্টেম ভিসেরায় ছড়িয়েছে
আতর স্নিগ্ধ
রংহীন মথের ডানায় মাখিয়ে পরাগ
জন্ম দিয়েছে শত শতাব্দীর ভোর
শব্দহীন স্পর্শে বলেছে কত কবিতা
নিষ্পলক দৃষ্টিতে আনন্দ অশ্রু এঁকে
সে ছিল প্রেম যতি চিহ্নহীন সময়ের মত
কোন মন্তব্য নেই