Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আত্ম-মন্থন / সুব্রত মুখোপাধ্যায়

আমি প্রেমের অনুভবে অনাবৃত হতে এসেছি,
ভালবাসায় তৃপ্ত হতে নয় !
নাতিশীতোষ্ণ স্পর্শ আমায় করে তোলে শিথিল...
অপলক নিহনন কে করি ভয়

আমি রক্ত-ধরণী গর্ভে এলিয়ে দেখেছি,
আনীল অবনীর লাবণী!
এই ছায়াপথে, উভয়েই নির্ণীত প্রবাহে দোদুল...
নয় এ নিভৃত পরিকথা, কিম্বা শ্রিত শ্রাবণী

তনুত্রের মর্মস্থল চিরে, চাই শুধু দেখে নিতে,
আমার অশ্লীল বাড়বাড়ন্ত কে!
কান পেতে শুনে যাই, কলমের আর্ত রেখার...
উতল স্পন্দনের প্রতিবল দুরন্ত কে



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.