Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কালবৈশাখী / বনানী সমাদ্দার

রঙের তুলিটা ডুবছে বারবার গ্লাসের ঘোলা জলে।                            
আকাশটাকে ঘন কালো রঙে রাখলাম ভিজিয়ে
কাগজ ছিঁড়ে ঝড় যে একটা উঠবেই খাতাতে - 
গাছের পাতাগুলোকে তাই দিলাম চুপ করিয়ে ।
খাতার ছবি ফুটেছে আজ সমাজের আঙিনায় ।
রঙগুলো সব বারুদ হয়ে লুকাচ্ছে মানসিকতায়
মাকড়সারা পাতছে ফাঁদ ,গিলতে নতুন প্রাণ
বিষাক্ত পোকা ধরাচ্ছে ঘুণ ফুলের কুঁড়িটায়
এখনও কি আসবেনা সেই ক্রুদ্ধ ষাঁড় রুদ্ধশ্বাস বেগে ?
ভাঙবে যে ধুলোর পাহাড়  চিন্তার বাগান থেকে
কালবৈশাখীর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছও কেউ ?
চারিদিকে থমথমে ভাব ,সমুদ্রে উঠেছে ঢেউ  
মেঘের দামামা আর বাতাসের হুংকারে চলছে প্রলয়কাণ্ড
ধ্বংস হবে রাতের অন্ধকার , উঠবে ভোরের সূর্য।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.