দুটি কবিতা / চিরদীপ, বৈশালী
উল্কাবৃষ্টি
চিরদীপ সরকার
চারিদিক সীমারেখা চারকোনা বৃত্ত
গুল্মের শেকড়ে আবদ্ধ নিরাপত্তা
স্বপ্নকে ধর্ষন করে রাত নিত্য
নতুন সূর্য আজ অন্তঃসত্ত্বা?
সকাল হারিয়ে যায়, রেনেসাঁ ব্ল্যাকহোলে
ময়ূরের পেখম যতিচিহ্নে পরাধীন
প্রলয়ের নৃত্য বিপ্লব কোলাহলে
উল্কাবৃষ্টির ক্ষত জাগুক আজ কাল
প্রতিদিন।
নীল
স্তব্ধতা
বৈশালী মল্লিক
ক্রমশ নীল স্তব্ধতায় চুম্বকের
মতো আকর্ষিত হচ্ছি,
পরিযায়ী পালকেরা ঘুমের মধ্যে উড়ে
যায়।
বর্ণহীন তরল
শুধু সজীব রেখেছে
পৃথিবী এখনো সজীব তাই।
মানবিকতার বিবর্তনে তুমি আমি বহুরূপী!
পাল্টাতে পাল্টাতে ঘোর লেগেছে
মনের শীরায়
ক্রমশ নীল স্তব্ধতায় চুম্বকের
মতো আকর্ষিত হচ্ছি।
কোন মন্তব্য নেই