হিংসুটে চাঁদ / জয় চক্রবর্তী
১
ঝিলের পাড়ে বসে আছি সন্ধ্যাবেলা ,
যার পাশে... তাকে পাওয়া যে কতটা কঠিন
সে তুমিও জানো ।
আজ অবসর নেই... চোখ তুলে তোমায় দেখার ।
তাই ঝিলের জলে মুখ ভেঙিয়ে
বোঝালে... তুমি কতটা হিংসুটে ।
২
আজ দখিনা বাতাসে মত্ত ঝিলের জল ,
তোমারও খুশীর অন্ত নেই ...
আহ্লাদে জলে সাঁতরে বেড়াও ।
কেন যে সে আসবে বলেও এলো না ,
আড়চোখে দেখি... তৃপ্ত তোমার হিয়া ।
৩
কুয়াশায় আজ ঢেকেছে আমার সন্ধ্যা
তোমার মুখটা আজ ভারি অদ্ভুত ,
নহবতের শব্দে কানে তালা
তবে কি কেউ আসবে না কোনদিনও ।
ডাকলে আমায়... মাঝ দরিয়ায় দূর ,
অট্টহাসে তোমার চোয়াল ভরা
শরীর জুড়ে লাভার আগুন স্রোত ,
বললে তুমি... এস আমার কবি ,
জ্যোৎস্না জমিনে তোমার সর্বনাশ ।
khub bhalo laglo puro kobita , specially 3rd stanza ta subepb
উত্তরমুছুন