অভিমানী একা / অভিজিৎ গাঙ্গুলি
এখন রাত্রিবাস নীলতারা আকাশের
নিচে
তারপর স্বপ্ন ভাসে প্যাঁচার ডাকে
–সাদা
আকাশ থেকে ঝরে পরে তারা
– নীল
অভিমানী একা খোঁজে অদৃশ্য পাখা
উড়বে সে কোন গহন আঁধারে-
যেথায় হাজার পরীর মেলা- খেলা
শুধু ভালবাসা ভালবাসা খেলা...
কোন মন্তব্য নেই