Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ট্রমা – ৩ / সুমন মল্লিক

যে পরদ্বেষিণীর খোলা পিঠে 
বোবা-হাঁদার মত
বাচ্চা শিশুর মত
খেলে বেড়িয়েছি সকাল সন্ধ্যা
তার আসলিয়ত্ সামনে এসেছে
প্রীয়মাণ এক রাতের প্রান্তে
নষ্ট প্রেমের বজ্রাগ্নিতে
জ্বলে পুড়ে ছারখার হচ্ছে
আমার বসন্ত-মঞ্জুষা
আর চূর্ণ স্বপ্নের তীক্ষ্ণ কণারা
প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে চলেছে
ভিতর বাহির



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.