প্যাঁচা / চিরদীপ সরকার
রাতের আঁধারে ছোট্ট প্যাঁচা জেগে থাকে
শুধু এক
অস্পষ্ট তিমির মাঝে অদৃষ্ট অদেখা।
বিস্ফোরিত চক্ষু খোঁজে নিরাপত্তা বাঁচার
অসৎ রাতের ফেরিওয়ালা করে দিবাস্বপ্ন পাচার।
স্বপ্নের কেনাবেচায় ব্রাত্য সে একা
নিবিড় তিমির মাঝে অদৃষ্ট অদেখা
তবু সে দেখে যায় অন্ধকার বিশ্ব
প্রতি রাতে বাঁচার আশায়, ধনী, সে কি নিঃস্ব?
হারিয়েছে সে স্নিগ্ধ প্রভাত, প্রেমের গোধূলিবেলা
ভোরের পাখি করেছে তাকে তুচ্ছ অবহেলা
তবুও সেই ছোট্ট প্যাঁচা জেগে থাকে শুধু একা
প্রেম আসবে অন্ধকারেই নিশ্চয় পাবে দেখা
হোক না সে ধূমকেতু, পথ ভোলা কোনো তারা
প্রেম নিয়ে বুকে আঁধার রাতে নিঃস্ব সর্বহারা
নির্বাসন আত্মবিলীন,একা সে মহীরূহে,
সোনা হয়েছে পরশপাথর অদৃষ্টকে ছুঁয়ে।
অস্পষ্ট তিমির মাঝে অদৃষ্ট অদেখা।
বিস্ফোরিত চক্ষু খোঁজে নিরাপত্তা বাঁচার
অসৎ রাতের ফেরিওয়ালা করে দিবাস্বপ্ন পাচার।
স্বপ্নের কেনাবেচায় ব্রাত্য সে একা
নিবিড় তিমির মাঝে অদৃষ্ট অদেখা
তবু সে দেখে যায় অন্ধকার বিশ্ব
প্রতি রাতে বাঁচার আশায়, ধনী, সে কি নিঃস্ব?
হারিয়েছে সে স্নিগ্ধ প্রভাত, প্রেমের গোধূলিবেলা
ভোরের পাখি করেছে তাকে তুচ্ছ অবহেলা
তবুও সেই ছোট্ট প্যাঁচা জেগে থাকে শুধু একা
প্রেম আসবে অন্ধকারেই নিশ্চয় পাবে দেখা
হোক না সে ধূমকেতু, পথ ভোলা কোনো তারা
প্রেম নিয়ে বুকে আঁধার রাতে নিঃস্ব সর্বহারা
নির্বাসন আত্মবিলীন,একা সে মহীরূহে,
সোনা হয়েছে পরশপাথর অদৃষ্টকে ছুঁয়ে।
কোন মন্তব্য নেই