দুটি কবিতা / তাপসকিরণ রায়
খোঁজ
জীবনের
স্বপ্নকালটুকু মেপে দেখো--
ঝুরো
গল্পের মত,ত্রিতাপ
দুঃখ থেকে
সাজানো
গোছানো ব্যাঙাচির ঝাঁক--
জল
নেমে গেছে অনেক নীচে--
পায়ের
পাতা ডুবানো,তবু
শীতাতপ
মনচল
সুখ দুঃখ তেমনি,
রাতের
নিদ্রাহীন ক্লান্ত বিছানা,
সেখানেও
একটি জীবন খুঁজে ফেরা...
ঘুম
পাহাড়ের
দেশে ঘুম পায়
এক
প্রকৃতির বনস্থলী গা,
বনবাসী
হাওয়া স্রোত
পিঙ্গল
চোখের স্বপ্ন ধাঁচ
গোধূলি
ঘিরে আছে ধূলির জীবনানন্দ
স্নায়ু
ঘুম ভাঙ্গা পাহাড় কোল
শিশুরা
ঘুমিয়ে আছে
জন্ম
এখানে,মৃত্যু
এখানে
বাকিটুকু
উচাটন ধারাবহ
জীবন
সংঘর্ষ
ভাঙা
তোমার কৌমার্য ব্রত
নীরবতা
যদি তোমার শেষ কথা !
কোন মন্তব্য নেই