Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

এক মুঠো রাঙা মাটি / সুব্রত মুখোপাধ্যায়

তুমি পিছু ডেকেছো, তাই ছুটেছি            
আরাফাতের গুহায় দেখেছি-
ওই আরবি জোব্বার ছায়া !
মদীনার মরদানি মেদিনী !
খেজুরের পাতায়-পাতায় তোমার নিশান..
আমায় চিরে ফেলেছে,.. আমি কাঁদিনি
আমার কানে-কানে কে যেন
বইয়ের পাতাটা উল্টে যায়..,
কেবল উল্টে যায়.....

আমি মুগ্ধ হয়ে শুনি-
কেবল ওই তিনটি ধ্বনি !
আমি বন্ধুকে খুঁজে পাই-
যে যোগাবে আমায় তেষ্টার পানি !
আমার শান্ত আঁখি কালো সুর্মা নাবে,
ধরাবে নতুন সবুজ এই মরু বুকেতে
আমি দু-কান বন্ধ করে তোমায় নেব স্মরণ
তুমি তোমার দরজা খুলে রেখো !
আমি এমনি দু-হাত বাড়াবো ,
কোনও কৈফিয়ত দেবো না...
আমি যোদ্ধা , বোদ্ধা নই !
তোমার কায়দায়, শুধু এক মুঠো রাঙা মাটি !!


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.