Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

জ্যামিতিক / চন্দনকৃষ্ণ পাল

১.
বৃত্তের শরীর থেকে লাশের ঘ্রাণ আসে
দিন রাত্রি পড়ে থাকে ঘ্রাণের ভেতর
চন্দন কাঠ নেই, নেই ঘৃত, নেই মধু
অনাবৃত মানুষের নেই লজ্জা মাংসল শরীরে
২.
ত্রিভূজ মস্তক থেকে বিচ্ছুরিত আলো পড়ে
উদোম হয় বুঝি মুখের সৌরভ
তিল তিল জমে ওঠে দৃঢ় কাম ও ক্রোধ
ব্যাঘ্র উল্লম্ফনে তুলে তীব্র আলোড়ন

৩.
বৃত্ত হয় ত্রিভূজের বৈশাখী মেঘ
ত্রিভূজ উড়তে থাকে আকাশের নীলে
হৃদপিন্ডে স্পন্দনের লেশ মাত্র নেই
বর্গের ঠোঁটে ফোটে মুক্তোনীল হাসি



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.