Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আগুন / মৌ দাশগুপ্তা

পরিপাটি খেতখামারে চৈত্রমাস রোদে-পোড়া মাটির গন্ধ ছড়ায়          
জলের কনারা মাটির গভীর থেকে আরো গভীরে মুখ লুকোয়,
বড্ড রোদ এই চৈত্রমাসের পলাশ-কুসুমভরা দিনে
আকাশের সূর্য উত্তপ্ত দিনটাকে পুড়িয়ে পুড়িয়ে
জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়
মাটির বুকে জলের কণারা ফল্গু হয়ে অন্য কোথাও
ভেজামাটির সুগন্ধ ছড়ায়
নতুন অঙ্কুরে আনে নতুন জীবনের স্পন্দন,

চৈত্রজুড়ে আগুনে শুদ্ধ হয় আমার পঞ্চভূতের শরীর
মাটিতে দঁড়িয়ে, পায়ের নীচে জল,জলের ভেতর পুড়ছি
হাওয়ায় লেলিহান শিখা ছুঁয়ে ফেলছে আমার আকাশ
এক থেকে দুই,তিন,চার .........

চৈত্রের আগুনে পুড়ে পুড়ে ছাই বছরের শেষ মধুমাস


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.