Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অধিকার / অবিন সেন

একটা সীমার ভিতর আর একটা সীমা
তার নাম অধিকার, তার নাম কপোতাক্ষে
জমে থাকা মেঘ বিকেলে গড়ের পিছনে 
একবার জেগে উঠে ফের ডুবে যায়, ফের
ধান-বাড়ি, ধান সারি ফেলে দু-আঙ্গুলে 
নাচে আশ্চর্য ফড়িং --- যার কথা বুকপকেট
হয়ে আছে সীমানায়, সীমানায় দুআঙুল
রাখি, দুআঙুলে বেজে ওঠে হৃৎস্পন্দন—
তার কোনও নাম নেই !



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.