বংশগতি / ইন্দ্রনীল বক্সী
১
নিশ্চিত বিপর্যয়ের মুখে লবণাক্ত ধমনী
স্তরে স্তরে শারীরিক শারীরিক সুশ্রষা দাও
হাত বাড়াও অনুক্ত শব্দের সিঁড়ি প্রান্তর
প্রথানুগত সেপাই বরকন্দাজ
২
শ্লেষ
শেষ করে আনো প্রস্তুতি পাহাড়
আনুমানিক সংখ্যার উদ্ধত ক্রমিক
পৃথিবীর
যাবতীয় জটলা এখানে হয়ে উঠুক
অরণ্য আকাশ
৩
যদি সকলেই বাড়ি ছেড়ে বাউল হই
যদি সকলেই বাড়ি ছেড়ে বাউল হই
বাকি থাকে পিছনে যেসব শহরতলী
অসংখ্য অতৃপ্ত আত্মার প্রেত প্রান্তর
অসংখ্য অতৃপ্ত আত্মার প্রেত প্রান্তর
গোড়ার কথা বলা বাকি থেকে যাবে নিশ্চয়ই
৪
যে স্ত্রী ছিলো একান্ত অনুগত ঘরকন্যার
যে পুরুষ ছিলো ক্রমাগত ক্ষয়ের অহংকার
রম্য নিভৃতির তৃষ্ণা
ফিরিয়েছে তাদেরও শব্দহীন
ফিরিয়েছে তাদেরও শব্দহীন
৫
এরপর শুধু বাকি পরে থাকে তোমার –
আমার সন্তান-সন্ততি
এরপর শুধু বাকি পরে থাকে তোমার –
আমার সন্তান-সন্ততি
অজস্র আমাদেরই মুখ- আমাদেরই পুন্য-
পাপ বেড়ে উঠেছে
পাপ বেড়ে উঠেছে
উদ্ভিদের নিশ্চুপ হাহুতাশ বুকে – পরম্পরায়
কোন মন্তব্য নেই