ক্ষণিকা / সপ্তর্ষি মাঝি
তখন ধীরে ধীরে সন্ধ্যা নামে পাকুড়ের গা বেয়ে,
ছায়াগুলো দিগন্ত ছুঁয়ে যায় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে,
প্রলয়ের আগে যেমন পৃথিবীটা নিশ্চুপ হয়ে যায়;
থেমে যায় চিলের ডানা, ঝড়ের অপেক্ষায়;
যেন শেষ রোদে বাদুড়ের ডানা গেছে পুড়ে,
তাই শেষ আলো পাড়ি দেয় খেয়ায়, ওপারে।
ধোঁয়াশার ঘ্রাণ নিয়ে রাস্তার আলোগুলো জ্বলে ওঠে,
চাঁদের বিমর্ষ হাসি নামে কুয়াশার ঠোঁটে।
দুটো ছায়া হাত ধরে শুয়ে থাকে তার তলে,
সবই একই থাকে, শুধু একজন গেছে চলে...
কোন মন্তব্য নেই