Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দেহ-মনের মালিক / চৈতালী পাল

মনের খবর কেউ রাখেনা                                                      
তুমি,আমি কেউ না।।
চোখ রাখে আঁকশিতে, শরীরে
অঙ্গপ্রত্যঙ্গের সবই প্রিয়।।
সামান্য-আঘাত আমবাত হলেই,
শরীরে ফোন আসে রোজ।।

মনের খবর কেউ রাখেনা
দেহের এক চিলতে প্রাণহীন ঘর।।
মালিক রোজ ই নেন
প্রাণ চায় দেহ ছেড়ে নিরুদ্দেশে পথে।।
ওজন বাড়ে
মালিকের নতুন চাহিদা রোজ ই,
শরীরে ফোন আসে রোজ।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.