Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অনিদ্রিত দর্শন / সুব্রত মুখোপাধ্যায়

তোমায় অনিদ্রায় দেখতে চাই....                                         
তৃষ্ণার র্বত শিখরে জমাট বাঁধা হিম –                                                 
আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, অনাহারে কাটায় দিন
ওগো অনন্ত অন্তরের লালিতা পৃথা...!
উদিত আমি, ধাবিত আমি,...
ষাঁড়াষাঁড়ি বানে প্লাবিত আমি
থেকনা দূরেতে হয়ে বিস্মৃতা ~
লেলিহান শিখা জ্বলে অন্তরে-ধিকি-ধিকি..
পরে দাউ-দাউ করে !
ছোট ছোট কীট-পতঙ্গ যত,
জওহর ঝাঁপ দেয় অবিরত
নির্জন ঘন মন তপবনে,
নিভৃতে গড়েছি দূরে এক কোনে,
ছোট্ট কুটির.. হোক না মাটির !
স্থির অবিচল স্বত্তার মাঝে -
আছো অস্থির গ্রহ-বিগ্রহ সাজে
একবার নয়, বার-বার, শত-শত বার মায়া মিতা !
তোমায় দেখতে চাই...
অনিদ্রায় দেখতে চাই...!!

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.