Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মধুহীনা ফুল / মাহদী হাসান

স্মৃতির পাতাতে হাতড়ায়ে দেখি আজ,
সবুজ রংয়ে রং মাখানো সোনালী কারুকাজ

রক্তিম আভার আচ্ছাদনে
কলিরা আজ ফোটার ক্ষণে
মৌমাছিদের গুঞ্জরনে
সব যেন আজ নতুন নতুন সাজ

সব কলিতেই থাকবে মধু
নষ্ট সময় করছি শুধু
কষ্ট হৃদে বলছি বধূ
কলি থেকে ফুটলে কেন আজ!

আজো আমি মৌমাছিটা রয়েই গেলাম
কুঞ্জবনে অনেক মধু খুঁজেই পেলাম
মধুবিনে মন দিয়ে তো তোমায় খেলাম
মধুবিনেই অহংবোধে আছো সেজে রাজ!

আমি আছি আগের মত
ফুলের কাছে মাথা নত
থাক বা না থাক মধু শত
আমার ডানায় রঙ্গিন করা অযুত কারুকাজ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.