Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

নগ্নতাঃ একটি আধুনিক শিল্প / কুমারেশ মহান্ত

রাত্রির অন্ধকার কাটিয়ে সকালবেলায়
এক ফুসফুস তাজা প্রাণ নিয়ে রোজগার কাজে বেরুনো                   
রাস্তায় কাগজওলার কাছে খুচরো দিয়ে
নগ্ন বিজ্ঞাপনের একটা কাগজ আর পাশের সিটের
অর্ধ 
নগ্ন মেয়েটার আধুনিক কায়দায়
আমার শরীরের দক্ষিণ মেরুর আবেগ নিঃসরণ ;
বড্ড একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে জীবন।
আমি যে রক্ত মাংসের মানুষ-

কনডমের উত্তেজক বিজ্ঞাপন,
মেয়ে খেলোয়াড়ের শিহরণ জাগানো মহুর্ত
আর স্বাধীনচেতা নারীর বাহারি শরীর প্রদর্শন

আমি যে আর পারি না।
তবুও সাম্যের পরাকাষ্ঠা আর নারী শরীরের ব্যবসা
পাশাপাশি চলে আমার রোজগার জীবনে
চোখে কালো চশমা পরেই আজকাল বের হই
শ্লীলতাহানির সংজ্ঞা আজ বহুদূর বিস্তৃত

নগ্ন শরীর ছাপা শিল্পের মধ্যেই পড়ে
শুধু শীলতা হানির দায়টা সমাজ আমাকেই দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.