বিষক্ষয় / সঞ্জীব চট্টোপাধ্যায়
আমাকে দেখবে রূপকথার মোড়ে
একাকী স্বপ্ন নিয়ে বসে থাকা এক জাতিস্মর
কতবার বলেছি আমার প্রেমিকা হয়ে ফেরো
তুমি রূপ সাজিয়ে দাও ছাইচাপা রোদে
তুমি রং উড়িয়ে দাও ঝড়ের দাপটে-
যে বিষ তুমি চুম্বনে দিয়েছিলে ঠোঁট নীল করে
আজ সমস্ত শরীর জুড়ে তার ঠিকানা। শোনো তুমি,
নালী ঘাসে লুকিয়ে আর বেঁচে থেকো না
কখন কোন সাপুড়ে বিন বাজায়,তার আগে
চোখের পাতা খুলে দেখো। বিষে বিষক্ষয়।
একাকী স্বপ্ন নিয়ে বসে থাকা এক জাতিস্মর
কতবার বলেছি আমার প্রেমিকা হয়ে ফেরো
তুমি রূপ সাজিয়ে দাও ছাইচাপা রোদে
তুমি রং উড়িয়ে দাও ঝড়ের দাপটে-
যে বিষ তুমি চুম্বনে দিয়েছিলে ঠোঁট নীল করে
আজ সমস্ত শরীর জুড়ে তার ঠিকানা। শোনো তুমি,
নালী ঘাসে লুকিয়ে আর বেঁচে থেকো না
কখন কোন সাপুড়ে বিন বাজায়,তার আগে
চোখের পাতা খুলে দেখো। বিষে বিষক্ষয়।
কোন মন্তব্য নেই