একটা চাকতির ভিতর আবদ্ধ মেদহীন চাঁদ
যার
আরও ভিতরে বসত করে
বকরি
চরানো রাখাল,
চাঁদের
প্রকাশভেদ হয় রাখালের নামপুরুষে,
সেটি
ম্যুরাল- রাখালের মেরুদণ্ড
জাদুঘরের
পুরাকীর্তি এখন।
চাকতির
কোলেই ধ্যানে বসেছে চাঁদের বুড়ি-
ভাবেন
তিনি,
বকরির
পশমের চেয়েও চরকায় বানানো সুতার বিনিময় কি স্বল্প?
কোন মন্তব্য নেই