Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তিনটি কবিতা / বৈশালী মল্লিক

রসদ


বাসি প্রেম উড়ে উড়ে জানলার ফাঁক দিয়ে পালায়
বসন্তে জমা কথা গুলো ঠোঁটের ডগায় মৃদু হাসিতে আটকে
                                                     থাকে
আর চোখ তাকালে ভেবো না প্রেম চাইছি
আসলে এলোমেলো ভাবনার রসদ খুঁজছি।


জীবন রেখার গ্রাফ

      সময়ের সিঁড়ি বেয়ে চলেছি
জীবন রেখার গ্রাফটা লাফালাফি করে
আকাশের গন্ধ মাখতে চায়
আবার মাটিকেও ছেড়ে যেতে তার মন কেমন করে
কিছু কথারা জীবন রেখার সাথে বিশ্বাসঘাতকতা করে
জীবন রেখা বুঝেও মুচকি হাসে
সে জানে একদিন আকাশ কে ছোঁবে
নিতান্ত আকাশ কে না ছুঁলেও
মাটির ঘ্রাণ মেখে আকাশ পথে যেতে পারবে।

শুধু নির্জনতা চাই

শুধু নির্জনতা চাই আর নির্মল আনন্দশুধু কবিতার জন্য এই জন্মও
যিনি বলতে পেরেছিলেন তিনি চলে গেলেন
সুনীল আকাশ ও আর নাই ধোঁয়া ধূলা সব
কাকে যেন বলেছিলেন
শুধু কালি আর সাদা খাতা নাও
লিখে যাও, শুধু লেখা, শুধু লেখা
লেখার জন্য লেখা-
চারিদিকে তাকাই যুগ ছুটছে
আর পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন বড়ই প্রাসঙ্গিক
এখন আমার মন 
 জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়
কথা কবে কার সাথে?
কথা দিয়ে কথা রাখে নি যে কেউ
তাই শুধু নির্জনতা চাই আর নির্মল আনন্দ।



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.