Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

পরিত্রাণ / অভিজিৎ

আমাকে বৃষ্টি ভেজাও মেঘ,
তোমার সিক্ততা উজাড় করে
আমার শরীর ছুঁয়ে দেখ,
এই মেঘ ঘন বাদল দিনে।
এখানে ময়ূরকণ্ঠী নীল
আমার সমস্ত শরীর জুড়ে
বিষাক্ত পরজীবী আষ্টেপৃষ্ঠে বাঁধা,
গাছের শিকড় দেহের গভীরে
শুষে নিচ্ছে লাল রক্তরস,
পাতা তবু অকৃত্রিম সবুজ!
ও মেঘ বৃষ্টি ভেজাও আমায়
ক্ষত বিক্ষত কর এ শরীর,
ঘুম পাড়িয়ে দাও আমায়
ধুয়ে দাও যন্ত্রণা,
এই মেঘ ঘন বাদল দিনে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.