Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

হিমেল রিছিল

মুখোমুখি

সংসারের অলি-গলি চৌরাস্তায়
সমস্ত দীঘল দৃষ্টি ঢেলে
প্রথম চুম্বনের মতো রুদ্ধশ্বাস মুহূর্ত আঁকি
প্রেম পর্বের আদি অক্ষত মুহূর্তটুকু বিছানা-চাদর ভেবে
সুনসান রাত্রি যাপন করি।
মৃতপ্রায় দক্ষিণা হাওয়া আজকাল ভ্যাপসা গরম লাগে
উঠোন জুড়ে কড়া রোদে নিঃশব্দে আদিবাসী স্বপ্ন শুকোয়
উষ্ণ নিঃশ্বাস ছেয়ে যায় শারীরিক দালান-কোঠা-বারান্দায়।
আজকাল দিনদিন প্রতিদিন
প্রেমবিহীন জীবনের মুখোমুখি নিত্যদিন।

কবিতা হবে

কবিতা হবে?
এক গ্লাস সাদা কবিতা?
এক একটি সরল চুমুক-চুম্বনে
শিল্পের তরল তৃষ্ণা মিটাতাম খুব।
কবিতা হবে?
এক আকাশ নীল কবিতা?
এক একটি শব্দ শুদ্ধ উচ্চারণে
নীল কষ্টের পাহাড় ডিঙোতাম খুব।
কবিতা হবে?
এক পশলা বৃষ্টি কবিতা?
এক একটি জল বিন্দু ছুঁয়ে
শীতলতরো ঘুমে ডুব দিতাম খুব।

স্বপ্ন কিছু

তুমি মৃদু পায় স্বপ্ন আলিঙ্গনে আসবে বলে
শরীরটাকে কিছুটা সময় ঘুমের বাঁধনে রেখে দিলাম।
নতজানু কবি স্বভাব যদি পুরুষ হয়ে উঠতে চায়
তুমি ফিরে যাবে না তো?
পূব সূর্যোদয় থেকে পশ্চিম সূর্যাস্ত
যদি স্বপ্নে স্বপ্ন জড়াতে চাই
ঘোরতর স্বপ্নে যদি প্রেমানুভূতির অদল-বদল চাই
তুমি ফিরিয়ে দেবে না তো?
শব্দে শব্দে সংঘর্ষ যদি স্বপ্নে হয়
দ্রোহ মুক্তির মূর্তমান কল্প রূপ যদি চিত্রায়িত হয়
রাহু গ্রাসের দৈর্ঘ্য-প্রস্থ বরাবর যদি সংগ্রামের ব্যবচ্ছেদ টানা হয়
তুমি আমার সাথে থাকবে তো?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.