সুদীপ সরকার
সে বয়সটাই এমন
আমি প্রেমিক ! বয়সের হাওয়ায় নয় ভালবেসে,
ছুটির ঘণ্টায় স্কুলের দরজায় সময় কাটান কর্তব্য ছিল
আর ভ্যানের পিছু পিছু সাইকেলে যাওয়া, তার নজরে আসা
এত করতেই হয় যদি তাকায় সে একটু হেসে।
ছুটির ঘণ্টায় স্কুলের দরজায় সময় কাটান কর্তব্য ছিল
আর ভ্যানের পিছু পিছু সাইকেলে যাওয়া, তার নজরে আসা
এত করতেই হয় যদি তাকায় সে একটু হেসে।
শুধু কি তাই ভাবলে এখনও নিজেই লজ্জা পাই,
বীরত্ব দেখাতে ছুটে ট্রেন ধরা, দুরন্ত গাড়ী কে সাইকেলে
তাড়া করা আর দূরে ভেসে চলা নিয়ে সাথে গঙ্গার ঢেউ,
শেষে নামও লেখা হাতে দিয়ে সিগারেটের জ্বলন্ত ছাই।
বীরত্ব দেখাতে ছুটে ট্রেন ধরা, দুরন্ত গাড়ী কে সাইকেলে
তাড়া করা আর দূরে ভেসে চলা নিয়ে সাথে গঙ্গার ঢেউ,
শেষে নামও লেখা হাতে দিয়ে সিগারেটের জ্বলন্ত ছাই।
সে দিন গুলি সব মিথ্যে হল শুধু নষ্ট করা সময়,
বলত সবাই এখন আমিও বুঝি ওই বয়সে এমনটাই হয়।
বলত সবাই এখন আমিও বুঝি ওই বয়সে এমনটাই হয়।
কে ভিখারি
এ মন নীরবে কাঁদে,
ইচ্ছে হাজার বুকে তবু অসহায় সে মুখ বুজে সয়
বাড়িয়ে দেওয়া হাতে দেব পয়সা দুটি তবুও ভাবতে হয়
হয়ত ভিড়ে সবাই ভাল একলা আমি বাদে।
ইচ্ছে হাজার বুকে তবু অসহায় সে মুখ বুজে সয়
বাড়িয়ে দেওয়া হাতে দেব পয়সা দুটি তবুও ভাবতে হয়
হয়ত ভিড়ে সবাই ভাল একলা আমি বাদে।
তা তো নয় সবাই যে অসহায় শুধু দামী কাপড়ে ঢাকা,
দাদা, বাবু, বাবা এত সম্মান বিনা পয়সায় আসে
সবাই তো খারাপ না নতুন নোটের মাঝে বার করে লুকানো আটআনা
আর একটা ব্যাঙ্গ হাসি নাও হে এ তোমার জন্যই রাখা।
দাদা, বাবু, বাবা এত সম্মান বিনা পয়সায় আসে
সবাই তো খারাপ না নতুন নোটের মাঝে বার করে লুকানো আটআনা
আর একটা ব্যাঙ্গ হাসি নাও হে এ তোমার জন্যই রাখা।
নাটকের শেষে লজ্জিত আমি তাকে দিতেই হবে এই দুটি মুঠোও রেখেছি ধরে,
হতভাগা আমি সে দীন নেমে গেছে ষ্টেশনে ট্রেনটিও দিয়েছে ছেড়ে।
হতভাগা আমি সে দীন নেমে গেছে ষ্টেশনে ট্রেনটিও দিয়েছে ছেড়ে।
শিশু দিবস
আজ কি শিশুদের দিন?
কি হবে আজ মিলবে রেহাই কাজের থেকে
স্বাধীনতা, বড় দিন কতই তো দেখলাম গুণে গুণে
তবুও সেই নোংরা আবজÞনায় কোড়াতে হয় পলিথিন।
কি হবে আজ মিলবে রেহাই কাজের থেকে
স্বাধীনতা, বড় দিন কতই তো দেখলাম গুণে গুণে
তবুও সেই নোংরা আবজÞনায় কোড়াতে হয় পলিথিন।
আদর তো দূরে থাক সবার গালাগাল, কুকুর লেলানো,
আমি দীনের ঘরে বিদেশী বাদামী চুলে শুধু সভ্যতা নাই
বেঁচে আছি কাজ করি তাই, কষ্ট বঞ্চিত স্নেহে আর
ভালবাসা আমাদের জন্য নয় বৃথা আশা জাগানো।
আমি দীনের ঘরে বিদেশী বাদামী চুলে শুধু সভ্যতা নাই
বেঁচে আছি কাজ করি তাই, কষ্ট বঞ্চিত স্নেহে আর
ভালবাসা আমাদের জন্য নয় বৃথা আশা জাগানো।
কেনই বা লজ্জা দাও এটি কি বাহাদুরি না হীনতা,
একেরে খাইয়ে মিষ্টি কর পালন রীতি আর
অপর কে শাসিয়ে দেখাও বিরতা।
একেরে খাইয়ে মিষ্টি কর পালন রীতি আর
অপর কে শাসিয়ে দেখাও বিরতা।
তৃষ্ণা
এই যে আকাশের চিল
কত মজার দিন শুকনো প্রান্তরে হাড়ের স্তূপ
আর হাঁপিয়ে ওঠা চার পেয়েদের দৈনিক লাশ
বেশ মজা ! তবে শুকনো যে ঝিল।
কত মজার দিন শুকনো প্রান্তরে হাড়ের স্তূপ
আর হাঁপিয়ে ওঠা চার পেয়েদের দৈনিক লাশ
বেশ মজা ! তবে শুকনো যে ঝিল।
তোর তো বেচে থাকা নয় শক্ত
রোজ খাস তবে জানিস কি ওতে জমা
কত অভিযোগ আর বিতৃষ্ণা তার স্বাদ টাও কি মেলেনা,
কি করেই বা পাবি সে শরীরে নেই এক ফোটা রক্ত।
রোজ খাস তবে জানিস কি ওতে জমা
কত অভিযোগ আর বিতৃষ্ণা তার স্বাদ টাও কি মেলেনা,
কি করেই বা পাবি সে শরীরে নেই এক ফোটা রক্ত।
তুই কি দূত হবি আকাশের
চাই কিছু জলের ফোটা পারলে জানাস ওই মেঘেদের।
চাই কিছু জলের ফোটা পারলে জানাস ওই মেঘেদের।
কোন মন্তব্য নেই