ব্রতী মুখোপাধ্যায়
চারপাশে
চারপাশে কেউ নেই ? কেউ নেই ? কেউ ?
যে রয়েছে সেও নেই অন্তত আমি টের পাই না
সময় ছড়ায় শুধু বিষধর ঢেউ ---
চাইতেই পারে না যে তাকে আমি চাই না চাই না
চারপাশে কেউ আছে ? আছে কেউ ? আছে ?
যে নেই সে রয়েছেই বলে যায় বুকের মোচড়
ঝরতে ঝরতে ফুল কাঁদে কার কাছে,
আমি যে ছিলাম, সাথী, ছিলাম না আমি সাথে তোর ?
যে নেই সে রয়েছেই বলে যায় বুকের মোচড়
ঝরতে ঝরতে ফুল কাঁদে কার কাছে,
আমি যে ছিলাম, সাথী, ছিলাম না আমি সাথে তোর ?
কেন চোখের বালি
ফুরিয়ে যাবার ঘাটের সিঁড়িতে কুড়িয়ে নেবার উঠোন -
সেই উঠোনে দাঁড়িয়ে কে ? গলায় কিসের মালা!
ফুল কই রে ? ফুল কই রে ? মালায় জীবনপণ
কোন তরুণের ছিন্ন ও শির, রক্তকুসুম খালি!
চোখের নিচে দাপিয়ে ফেরা অন্ধকারের পালায়
আপোসবিমুখ তাপসেরা কেন চোখের বালি ?
ফুরিয়ে যাবার ঘাটের সিঁড়িতে কুড়িয়ে নেবার উঠোন -
সেই উঠোনে দাঁড়িয়ে কে দুই হাতে দিস তালি?
মুহুতেÞরই আগুন নিয়ে মুহূর্তহীন খেলায়
আপোসবিমুখ তরুণেরা কেন চোখের বালি ?
কোন মন্তব্য নেই