Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

রেহান কৌশিক


উপদ্রুত উপকূল


এই বেঁচে থাকা কখনো স্থিরতা দিল না, দিল না সুস্থির ঘর
উপদ্রুত উপকূল হয়ে থেকে গেল আমাদের ইচ্ছের বসত...

অন্ধকার থেকে জেগে ওঠা ঝড় কতবার ভেঙে দিয়ে গেছে
সমস্ত দাঁড়িয়ে থাকা, যুক্তিহীন জলোচ্ছ্বাস
মাটি থেকে ছিঁড়ে কুঁড়ে দিয়ে গেছে কতজন্মের পুঁতে রাখা শিকড়, টান।
হা হা শূন্যে কেঁপে গেছে আমাদের শান্ত আর নিরুদ্বিগ্ন থাকতে চাওয়া মুখের রেখা...

কার কাছে হাত পেতে দাঁড়াব আজ---দু-জনের জন্য চেয়ে নেব
প্রকৃত আশ্রয়, ত্রাণ?

কেউ তো দু-মিনিট কথা বলছে না
সবাই তাকিয়ে আছে নিজেদের হাত-ঘড়ির দিকে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.