শাঁওলি দে
ফেরারি মন
একটা সম্পূর্ণ নতুন স্বপ্নের জন্য
এই এত দৌড়...এত চলা
দাঁড়ি নেই, কমাও নেই
এই এত দৌড়...এত চলা
দাঁড়ি নেই, কমাও নেই
স্বপ্ন না জাস্ট মরীচিকা এটা
কেউ কি কখনো এর সঠিক
উত্তর কিছু দিতে পেরেছে,
না পারবে কখনো
কেউ কি কখনো এর সঠিক
উত্তর কিছু দিতে পেরেছে,
না পারবে কখনো
কোনো দিশাই তো নেই
শুধু পাড়ে নোঙর ফেলারই অপেক্ষা
শুধু পাড়ে নোঙর ফেলারই অপেক্ষা
তারপর... যেখানে খুশি যাক্ ফেরারি মন
তবু
অসহ্য যন্ত্রণা
তারপরও বেঁচে থাকা
ঘোর অনিশ্চয়তা
তারপরও বেঁচে থাকা
ঘোর অনিশ্চয়তা
মাঠে ঘাটে ফুল তো
ফুটেছে কত!
ফুটেছে কত!
তবু..................
পাখির গান গাওয়া
আজও চলছে।
আজও চলছে।
এখনও সব কিছু
কাড়তে পারে নি...
কাড়তে পারে নি...
হিংসুটে এক দৈত্য।
কোন মন্তব্য নেই