বোবার অনন্ত শত্রু / প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়
ওপরভাসা আঁতলেমিগুলো শুনলে
কানে তালা লাগতে থাকে
ক্রমশ কালা হতে হতে
কানে তালা লাগতে থাকে
ক্রমশ কালা হতে হতে
লক্ষ্য করি
লাগসই কোনো উত্তর জড়ো করতে পারছি না
যুক্তিবিশিষ্ট ভব্য শব্দগুলি বেমানান আর
ক্রমশ বোবা হতে হতে
যুক্তিবিশিষ্ট ভব্য শব্দগুলি বেমানান আর
ক্রমশ বোবা হতে হতে
বুঝতে পারি
আসলে খিস্তি করতে না পারার জন্যেই
আমার এই মূক ও বধির দশা
আমার এই মূক ও বধির দশা
কোন মন্তব্য নেই