হে বসন্তের মনোহরী / মাহদী হাসান
তোমার জীবনে সবুজ পদ্ম ফুটুক!
মহাকালের মহা আবরণ ভেদ করে,
সবুজের তালে পা ফেলে,
দক্ষিণা বায়ুতে এলোকেশ নেড়ে,
জীবনের অবুঝ সময়ে তুমি এসেছো!
তোমাকে অভিনন্দন, হে বসন্তের মনোহরী।
তোমার জীবনে বসন্তের ফুল ফুটুক!
কোকিলের গানে তোমার মন প্রফুল্ল থাকুক!
অমাবস্যার তিমির ঘন আঁধারে,
পূর্ণিমার পূর্ণ আলোক হয়ে,
গগন, পবন সব রাঙ্গিয়ে,
এক ফালি চাঁদ হয়ে তুমি উঠেছো!
তোমাকে অভিনন্দন, হে জোছনার সুধাকরী।
মাহদী হাসানের আগের কবিতা পড়তে ক্লিক করুন
মহাকালের মহা আবরণ ভেদ করে,
সবুজের তালে পা ফেলে,
দক্ষিণা বায়ুতে এলোকেশ নেড়ে,
জীবনের অবুঝ সময়ে তুমি এসেছো!
তোমাকে অভিনন্দন, হে বসন্তের মনোহরী।
তোমার জীবনে বসন্তের ফুল ফুটুক!
কোকিলের গানে তোমার মন প্রফুল্ল থাকুক!
অমাবস্যার তিমির ঘন আঁধারে,
পূর্ণিমার পূর্ণ আলোক হয়ে,
গগন, পবন সব রাঙ্গিয়ে,
এক ফালি চাঁদ হয়ে তুমি উঠেছো!
তোমাকে অভিনন্দন, হে জোছনার সুধাকরী।
মাহদী হাসানের আগের কবিতা পড়তে ক্লিক করুন
কোন মন্তব্য নেই