চেনা অচেনা গলি / অবিন সেন
রাস্তায় বের হলে আজকাল শুধু চেনা মুখ মনে পড়ে
সবাইকে কি চিনি ?
না,চিনে নেবার অভিনয় বুকে হাত রেখে ছায়া হয়ে ঘোরে ?
মনে হয় কি চেনা মানুষের জামা অচেনা মানুষের গায়ে ?
যেমন স্নানের পরে সাবানের গন্ধ
এ গলির চান ঘর থেকে ও গলির চান ঘরে বাসা বদলের কথা বলে
আসলে বাসা বদলের জামা চেনা মুখের গায়ে
নিরক্ষর মূর্খের মতো
এ রাস্তা সে রাস্তা
সে রাস্তা এ রাস্তা
আমাদের জন্মান্তর পেরিয়ে যায় !
সবাইকে কি চিনি ?
না,চিনে নেবার অভিনয় বুকে হাত রেখে ছায়া হয়ে ঘোরে ?
মনে হয় কি চেনা মানুষের জামা অচেনা মানুষের গায়ে ?
যেমন স্নানের পরে সাবানের গন্ধ
এ গলির চান ঘর থেকে ও গলির চান ঘরে বাসা বদলের কথা বলে
আসলে বাসা বদলের জামা চেনা মুখের গায়ে
নিরক্ষর মূর্খের মতো
এ রাস্তা সে রাস্তা
সে রাস্তা এ রাস্তা
আমাদের জন্মান্তর পেরিয়ে যায় !
কোন মন্তব্য নেই