Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

শৈশব / শাহ মাইদুল ইসলাম

নোভা আর একটা বয়সের নাম
শৈশব তারও আগের;

বুনোলতা বিদ্যুতের সুদীর্ঘ  তার বিদ্যুৎ পরিবাহী
খাটের তলায় জ্বলে বাল্ব,
নষ্ট ব্যাটারি- সেও চেত দেখায়
ঘর-পর খেলা হলে কেউ কেউ আমারই থাকে
আমার ঘরে খাটের তলায়।

কাদার আস্তরণে প্রাসাদ হলে আশ্চর্যের কিছু নেই
তার বাইরেও খুঁটি পোতা আছে বিদ্যুতের
সানজিদা, ইমামেরা সুফল জানে তার
এই পেয়ে পেয়ে তারা বড় হয়ে ওঠে
নোভা তারও পরে, আগে বিদ্যুতের তার;
শৈশব বিদ্যুৎ পরিবাহী...

শাহ মাইদুল ইসলামের আগের কবিতা পড়তে ক্লিক করুন

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.