শুধুই তোমার জন্য / মাহদী হাসান
বৃষ্টির মতো কেঁদেছি আমি
শুধুই তোমার জন্য,
পাই বা না পাই তোমায়
তবুও আমি ধন্য।
বজ্রের মতো হেঁকেছি আমি
শুধুই তোমার জন্য,
পাগল কিংবা মাতাল কয়ে
করলে আমায় গণ্য।
মনের বাগানে ফুটিয়েছি ফুল
শুধুই তোমার জন্য,
তোমার হাতের পরশ পেয়ে গো
হয়েছি কত যে বন্য।
দিবাস্বপ্নেতে কাটিয়েছি বেলা
শুধুই তোমার জন্য,
নিজেকে নিজে বিকিয়ে দিয়েছি
হয়েছি হাটের পণ্য।
মাহদী হাসানের আগের কবিতা পড়তে ক্লিক করুন
আমাদের ফেসবুক পাতা দেখতে ক্লিক করুন
শুধুই তোমার জন্য,
পাই বা না পাই তোমায়
তবুও আমি ধন্য।
বজ্রের মতো হেঁকেছি আমি
শুধুই তোমার জন্য,
পাগল কিংবা মাতাল কয়ে
করলে আমায় গণ্য।
মনের বাগানে ফুটিয়েছি ফুল
শুধুই তোমার জন্য,
তোমার হাতের পরশ পেয়ে গো
হয়েছি কত যে বন্য।
দিবাস্বপ্নেতে কাটিয়েছি বেলা
শুধুই তোমার জন্য,
নিজেকে নিজে বিকিয়ে দিয়েছি
হয়েছি হাটের পণ্য।
মাহদী হাসানের আগের কবিতা পড়তে ক্লিক করুন
আমাদের ফেসবুক পাতা দেখতে ক্লিক করুন
কোন মন্তব্য নেই