১৪ই ফেব্রুয়ারি / মনোজ অধিকারী
প্রেমিকা চলে গেলে যে শব্দ কানে বাজে
তার নাম নূপুর
শুনতে পাই আজও সেই শুকনো
ধূলিঝড়ের গুন গুন দূরে বহুদূরে তার আয়োজন
মনে পড়ে, আজও খুব মনে পড়ে মেঘলা দিনে
দু-জনে ভাগাভাগি করে নিতাম ছাতা
কত রাস্তা আজও পিছু ডাকে
হাতছানি দেয়।
চল পালিয়ে যাই।
মনোজ আধিকারির আগের কবিতা পড়তে ক্লিক করুন
আমাদের ফেসবুক পেজ দেখতে ক্লিক করুন
তার নাম নূপুর
শুনতে পাই আজও সেই শুকনো
ধূলিঝড়ের গুন গুন দূরে বহুদূরে তার আয়োজন
মনে পড়ে, আজও খুব মনে পড়ে মেঘলা দিনে
দু-জনে ভাগাভাগি করে নিতাম ছাতা
কত রাস্তা আজও পিছু ডাকে
হাতছানি দেয়।
চল পালিয়ে যাই।
মনোজ আধিকারির আগের কবিতা পড়তে ক্লিক করুন
আমাদের ফেসবুক পেজ দেখতে ক্লিক করুন
সুন্দর
উত্তরমুছুন