Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা

ভাঙন
বিদ্যুৎ রাজগুরু 

বাসমতী গ্রাম ভাঙে
বেনো জলে
সবুজের আল পথ ভাঙে
বাধিত স্রোত ...
রাতের স্তব্ধতা ভাঙ্গে
ভিন দেশি দামাল
বিঘা বিঘা জমি ...
স্বপ্ন সলিল।
বিদ্রোহ করে হাইব্রিড সময়
নিশুতি রাত করে বিদ্রূপ
পাস ফিরে ঘুমায়
প্রোগ্রামড চাইল্ড
ওষধি ঘুম ভাঙ্গে
বাইপাস সকালে -
পড়ে থাকে সংবাদ বাসি


দিগন্তের পৃথিবী
নচিকেতা মাহাত

দিগন্তের পৃথিবী যখন নীল হয়ে আসে,-
সৃষ্টির উল্লাসে মেতে ওঠে তখন-
হাজার বালুকণাস্থির ছিল না কিছুই,
মনের দরবারে ছড়িয়ে ফেলা রেণু
যেন, একটু একটু করে জীবন ফিরে পায়
ধরার বুকে রচনা করে, নতুন এক প্রাণ
তারপর অব্যক্ত হৃদয়ের যাতনা ছিঁড়ে
গড়ে তোলে প্রেমঅন্ধকারে চোখ রেখে
বাঁচতে শিখেছিল ভাসিয়ে দিয়েছিল এক অজানা স্রোতে
কেমন করে দিন কাটে তোর?
জানার ইচ্ছে ছিল অনেক !
সবুজ আঁচল তখন টেনে ধরেছিলি
গোমড়া মুখে বলেছিলি,
আজ ভালো আছি।
জানিস তো,
ছড়ানো সব রেণু জীবন ফিরে পায় না



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.