Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সহযাত্রী / সঞ্জীব চট্টোপাধ্যায়

তোমার আঁচলের পাড় ভরে গেছে তারায় তারায়
হাতের স্পর্শে বারবার তুলছো যে ঢেউ অর্থহীন
আরও কিছু মুগ্ধ সহযাত্রী চেয়ে আছে এক বুক জুড়ে
আমিও প্রতিদিন

কিছু বেকারের অভিমান জুড়ে যায়
আর কিছু পাথরের ভাষা
রাস্তার ধারে এই হৃদয়ের কথা কেউ বলে নি
কোনও এক দোকানের প্রেমিক, সেও
জল তার বেয়ে যায়


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.