Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অন্ধকারের সন্ধানে / কিংশুক ভট্টাচার্য

যতটা অন্ধকারে আর খুঁজে পাওয়া যাবে না
ঠিক ততটা অন্ধকারে যেতে চাই
যেতে যেতে মিলে যাবে শরীরের রোম
রোম থেকে রোমকূপ সাদা চামড়া অবধি
যখন কালিগোলা কালোর বসনে
আর দেখা মিলবে না আমার
তখন আমি যোগী হবো, হবো দেহত্যাগী
কিন্তু ত্যাগী এ দেহ দেখি
আলোর টানেলে ধায় সফেদ মানুষের দেশে
কী লাভ হলো তবে কালোর সন্ধানে
আলোর জগত থেকে দূরে গিয়ে
আলোর কাছেই ঋণী রইলাম।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.