Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

প্রতিটি দিনের ভাঁজে / স্বপন পাল

আমি বার বার বিক্রি হয়ে গেছি, বার বার,
নিজের
 হাতে গোলাপজাম বানিয়ে
যে
 মেয়েটি খাইয়েছিলো তার কাছেও,
আবার
 ট্রেনে উঠে প্রথম যে ছেলেটি
সাহায্যের
 হাত এগিয়ে দেয় তার কাছেও।
আমার
 এই নিজে থেকে বিকিয়ে যাওয়া
বন্ধ
 করতে পারি কই ? তুমি তবু মানতে চাও না
আমি
 তোমার কাছেও কবে থেকেই......
আসলে
 কি জানো পুরোনো আচার যেমন
রান্নাঘরের
 তাকের কোণে পড়ে থেকেও নষ্ট হয় না
আরও
 নতুন উপলব্ধি নতুন আস্বাদে 'রে দেবে বলে
অপেক্ষায়
 থাকে, তেমনি অপেক্ষায় থাকি
আমরা
  আমাদের স্মৃতি-সত্ত্বা যতো
অন্তর্গত
 বিলম্বিত ভালবাসা নিয়ে,
যেখানে
 বিক্রয়যোগ্য অবশিষ্ট থাকে না কিছুই 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.